পর্তুগালে কারফিউ জারি

 

 

 

 

 

জহুরুল ইসলাম মুন, পর্তুগাল: কোরনা মহামারীর দ্বিতীয়ধাপে পর্তুগালে কোভিড১৯ রোগের প্রাদুর্ভাব ঠেকাতে ১২১ টি সিটিতে কারফিউ জারি করা হয়েছে। পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা শনিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ ঘোষনা দেন।

৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর ১২১ টি মিউনিসিপ্যালিটিতে প্রতিদিন রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ থাকবে এবং ছুটির দিনে দুপুর ১টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ চলবে। এই সময়ে নির্দিষ্ট জরুরি কারণ ছাড়া রাস্তায় চলাচল করা যাবে না।

জরুরী অবস্থার মধ্যে কাজে যোগদান, পারিবারিক সহযোগিতা, ফার্মেসি অথবা স্বাস্থ্য সেবা গ্রহণ সহ জরুরী যে সকল স্বাভাবিক কার্যকলাপ আছে এগুলোর ক্ষেত্রে কোন প্রকার জটিলতা হবে না। সাপ্তাহিক ছুটির দিনে আরোপিত কারফিউ এর মধ্যে খাবারের ডেলিভারি চালু থাকবে। রেস্টুরেন্টে খাবার পরিবেশন করা যাবে না।

প্রধানমন্ত্রী করোনা সংক্রমনের বাহনের একটি ছকের বিশ্লেষণ প্রদান করেন এতে তিনি ব্যাখ্যা করেন, ৬৮% সংক্রমণ পরিবার থেকে, ১২% কর্মসংস্থান থেকে, ৮% বৃদ্ধাশ্রম/দুস্ত সেবা কেন্দ্র, ৩% বিদ্যালয়, ১% সামাজিক এবং স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে সংক্রমিত হচ্ছে।

স/রি