শুক্রবার , ১৫ ডিসেম্বর ২০১৭ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পবায় বিজিবির পৃথক অভিযানে ফেন্সিডিল ও গবাদিপশু আটক

Paris
ডিসেম্বর ১৫, ২০১৭ ৬:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবায় পৃথক অভিযানে গবাদিপশু ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে চরমাজারদিয়া বিওপির হাবিলদার শ্রী অমল কুমার চন্দ্র ও সঙ্গীয় ফোর্স রাজপাড়া থানাধীন হাজীর বাতান এলাকায় টহল পরিচালনা করে। এ সময় ১১২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিলের আনুমানিক সিজার মূল্য ৪৪ হাজার ৮১০ টাকা।

এদিকে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সোনাইকান্দি বিওপির হাবিলদার মোঃ সিদ্দিকুর রহমান ও সঙ্গীয় ফোর্সের বিশেষ টহলে পবা থানাধীন গহমাবুনা এলাকায় টহল পরিচালনা করে। এ সময় ৪ টি ভারতীয় বাছুর গরু আটক করে। আটককৃত গরুর আনুমানিক সিজার মূল্য ২ লাখ টাকা।

টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওয়ায় ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি’র সদস্যরা।

আটককৃত গরুগুলো রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং আটককৃত ফেন্সিডিল ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করা হয়েছে যা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে বলেও জানায় বিজিবি।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর