পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক:

পদ্মায় গত দুইদিনে হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়েছে। এই দুইদিনে অন্তত ২৫ সেন্টিমিটার পানি বেড়েছে। ফলে পদ্মায় এখন বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে এই বৃদ্ধিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

 

এ নিয়ে যোগাযোগ করা হলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মখলেছুর রহমান বলেন, ‘এখন বর্ষা কাল। সেই হিসেবে পদ্মায় স্বাভাবিক হারেই পানি বৃদ্ধি পাচ্ছে। তবে মাঝে কয়েকদিন পানি কমে গিয়েছিল। এখন আবার সেটি বাড়ছে এটা ঠিক। বর্ষাকালে এমনটি হতেই পারে বলেও মন্তব্য করেন।’

 
রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সূত্র মতে, মঙ্গলবার সকালে পদ্মায় পানি ছিল ১৭ দশমিক ৮৫ সেন্টিমিটার। সেটি ওইদিন বিকেল ৬টায় বেদে গিয়ে দাঁড়ায় ১৭ দশমিদক ৯৪ সেন্টিমিটার। গতকাল বুধবার সকালে সেই পানি বৃদ্ধি হয়ে দাঁড়ায় ১৮ দশমিদক ৫ সেন্টিমিটার। আবার বিকেল ৬টায় পদ্মায় পানি বৃদ্ধি পেয়ে গিয়ে দাঁড়ায় ১৮ দশমিক ১০ সেন্টিমিটার। ফলে গতকাল সারাদিনে পানি বৃদ্ধি পায় ৫ সেন্টিমিটার।

 
যা এ বছরের সর্বোচ্চ পানি প্রবাহ বলেও দাবি করেন পানি উন্নয়ন বোর্ড সূত্র। চলতি বছর ভরা বর্ষায় পানি কখনোই ১৮ সেন্টিমিটারে ঠেকেনি। কিন্তু গতকাল সকালে ১৮ সেন্টিমিটার অতিক্রম করে সেটি বিপদ সীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানা গেছে।
স/আর