“নীলাদ্রি”

আপেল মাহমুদ অপু


তুমি কি নীলাদ্রিকে চেনো ?
যে তার সবটুকু নীল উজাড় করে
দিয়েছে গাড় পাথরের বুকে,
আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা সামান্য
নিলাভ টুকুও মায়াময় ভাবে
সাজিয়ে দিয়েছে ময়ূরীর নরম পালকে,


আর উচ্ছিষ্ট হিসেবে বেঁচে যাওয়া
নীলটুকু বুকে আগলে যখন পথ চলছে!


তখন আকাশ তার সাদা মেঘগুলোকে
উচ্ছিষ্ট নীলের সাথে মিশিয়ে
ছড়িয়ে দিল মেঘেদের ফাঁকে ।


নিঃস্ব নীলাদ্রির নীলের ভান্ডার
আজ একদম খালি,
বেদনার যে নীলটুকু জমা রেখেছিল
দু নয়নের গভীরে..


তাও যেন দিন দিন শুকিয়ে
বর্ণ থেকে বিবর্ণ হয়ে গেল অচিরেই।


গভীর রাতে এই গাঢ় কালো নীলের বুকেই
হাসে রুপোলী চন্দ্রী ,
চন্দ্রীর সাথে প্রেম বিনিময়ে ব্যস্ত নীলাদ্রি ।