বাগমারায় নকলমুক্ত পরীক্ষা নেয়ার নির্দেশ এমপি এনামুল হকের

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার এইচএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার নির্দেশ দিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

 

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, মহিলা ডিগ্রী কলেজ ও ফাজিল স্নাতক মাদ্রসার এইচএসসি ও সমমান ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের সময় তিনি কেন্দ্র সচিবদের এই নির্দেশনা প্রদান করেন।
এমপি এনামুল হক বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে শিক্ষা ক্ষেত্র ছাড়াও সর্বদিক দিয়ে ব্যাপক উন্নয়ন করা সম্ভব হয়েছে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা, তাই কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। জাতি শিক্ষিত হলে দেশের সকল দিক দিয়ে উন্নত ও বহিবির্শ্বের সাথে নিজেদের তুলনা করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

স/অ