“নির্বাচন রাজনৈতিক দলের অধীনে হলে নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না”

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপার্সনেরর উপদেষ্টা  এড.কামরুল মনির তার বক্তবে  বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন কোনো রাজনৈতিক দলের অধীনে হলে নিরপেক্ষ ও সুষ্ঠু  হবে না।  তাই নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হতে হবে।
অাজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসা দাবিতে রাজশাহী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন। এর মাধ্যমে সরকার পরিবর্তন হয় না। আর জাতীয় সংসদ নির্বাচন সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন, সরকার পরিবর্তনের জন্য নির্বাচন। তাই দুই নির্বাচন কোনোভাবেই একই মানদণ্ডে বিচার করা যায় না। তাই জাতীয় সংসদ নির্বাচন কোনো রাজনৈতিক দলের অধীনে হলে এটা প্রভাবমুক্ত হবে না। নিরপেক্ষ হবে না। সুষ্ঠু হবে না। এটা ২০১৪ সালে শেখ হাসিনা সরকার সারা বিশ্বের কাছে প্রমাণ করেছে। আমাদের নতুন করে বলতে হবে না।
রাজশাহী জেলা বিএনপির সভাপতি এড.তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাবেক এমপি সাত্তার মন্ডল, জেলা বিএনপির সাধারন সম্পাদক এড.মতিউর রহমান মন্টু, জেলার সহ-সভাপতি দেলওয়ার হোসেন, বিশ্বনাথ সরকার, অধ্যাপক জাহাংগীর হোসেন, সামিউল ইসলাম মুন, আব্দুর রাজ্জাক, যুগ্মসম্পাদক রায়হানুল আলম,তাজমুলতান টুটুল, সামসুল আলম মিন্টু, জেলা শিল্প সম্পাদক সাইফুল ইসলাম,  পবা আহব্বায়ক শাহাজান আলী, পুটিয়া সভাপতি আমিনুল হক মিন্টু, সাঃ সম্পাদক মামুন খান, দূর্গাপুর সভাপতি গোলাম সাকলাইন,মোহনপুরে সাঃ সম্পাদক মাহাবুবর রশিদ,  কাটাখালি সভাপতি জিয়াউর রহমান, সাঃ সম্পাদক মোস্তাক, আড়ানি পৌর সভাপতি নজরুল মাষ্টার, নওহাটা সভাপতি আঃ হামিদ, সাঃ সম্পাদক মামুন সরকার জেট, গোদাগাড়ী পৌর সাঃ সম্পাদক আনোয়ারুল ইসলাম,বাঘা পৌর সাঃ সম্পাদক তৌফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাহারিয়ার আমিন বিপুল,  পরিচালনায় জেলা  সাংঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, কোশরহাট পৌর সাঃ সম্পাদক খুশবুর রহমান, পবার যুগ্মআহব্বায়ক শাহাদাত হোসেন, আঃ রাজ্জাক, মোজাফ্ফর হোসেন, বকুল আহাম্মেদ, রিয়াজুল ইসলাম, আড়ানি পৌর সাঃ সম্পাদক জাহিদুল মাষ্টার, দূর্গাপুর সাবেক মেয়র সাইদুর মন্টু, জেলা স্বেচ্চাসেবক দল যুগ্মসম্পাদক মোস্তাক আহাম্মেদ প্রমুখ।
সভায় পুঠিয়া বিএনপির সাংঠনিক সম্পাদক জয়নাল সহ গ্রেফতার কূত ৯ জনের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।
স/অ