নিজের সুন্দর ছবি প্রকাশের অনুরোধ পলাতক আসামির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সুযোগ পেয়ে অস্ট্রেলিয়ার সিডনির একটি সংশোধনাগার কেন্দ্র থেকে পালিয়েছিলেন ১৮ বছরের অ্যামি শার্প। এ ঘটনার পর পুলিশ অ্যামিকে আটকের সময় যে ছবি তুলেছিল সেটি স্থানীয় সংবাদমাধ্যমে সরবরাহ করে। কিন্তু ওই ছবিটি পছন্দ না হওয়ায় নিজের একটি সুন্দর ছবি পুলিশের কাছে পাঠিয়ে সেটি ছাপানোর অনুরোধ জানিয়েছেন ওই তরুণী।

পুলিশ জানায়, গত ১৯ আগস্ট সংশোধনাগার থেকে পালাতে সক্ষম হন অ্যামি। এ ঘটনার পর স্থানীয় সংবাদমাধ্যমে জনগণের কাছে অ্যামির অবস্থান জানানোর অনুরোধ জানিয়ে তার ছবি পাঠায় পুলিশ।

সিডনি সেভেন নামে একটি স্থানীয় সংবাদমাধ্যমে ফেসবুকে ওই ছবিটি প্রকাশ করা হয়। ওই ছবিটি অবশ্য অ্যামিকে সংশোধনাগারে আনার সময় তোলা হয়েছিল। কাঁধে লাল কম্বল চাপানো এবং কালো পোশাক পরিহিত অ্যামিকে তখন বিমর্ষ দেখাচ্ছিল।

ছবিটি প্রকাশের পরপর সিডনি সেভেনের ফেসবুক পেজে নিজের একটি মোহনীয় ছবি পাঠায় অ্যামি। একইসঙ্গে পুরনো ছবির পরিবর্তে নতুন এই ছবিটি প্রকাশের অনুরোধ জানান তিনি। অ্যামি লেখেন, ‘ দয়া করে এই ছবিটি ব্যবহার করুন। আপনার বিশ্বস্ত অ্যামি শার্প।’

পুলিশ শেষ পর্যন্ত অ্যামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। শনিবার সকালে সিডনির ওয়েন্টওর্থ পার্ক থেকে গ্রেফতার করা হয়।

 

 

 

সূত্র: রাইজিংবিডি