নাশকতা মামলায় রাবির তিন শিক্ষার্থী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাবি:

নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আহসান হাবিব, জনান হোসাইন ও তৌহিদুর রহমান। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাদের স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছে।

এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার ধরমপুর থেকে নাশকতা মামলায় তাদেরকে আটক করা হয়।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগে সরকার বিরোধী কর্মকাণ্ডের মামলা ছিলো। তারা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। আগামী নির্বাচনে নাশকতা করার জন্য তারা গোপন বৈঠক করছিলো। সংবাদ পেয়ে আমরা তাদের গ্রেপ্তার করি। জানতে চাইলে মতিহার থানার ডিউটি অফিসার রেজাউল করীম বলেন, আজ দুপুরে আটককৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স/শা