নারীরা দেশ ও সমাজের আর্শিবাদ: লিটন

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বর্তমান সকারের আমলে শিক্ষাক্ষেত্রে দেশ অনেক এগিয়ে গেছে। অন্য সময়ের চেয়ে শিক্ষা ও পাসের হার অনেক বেড়েছে। শুধু তাই নয়, দেশের নারী শিক্ষায় ব্যাপক প্রসার ঘটেছে। নারীরা হবে দেশ ও সমাজের আর্শিবাদ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর আমচত্বর এলাকার বরেন্দ্র সরকারে কলেজে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা শিক্ষাবান্ধব সরকার। তার নেতৃত্বে দেশ শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে ছেলেদের চেয়ে শিক্ষাক্ষেত্রে নারীরা অনেকটাই এগিয়ে এসেছে। ছেলেদের চেয়ে পাস ও উপস্থিতিতে মেয়েদের সংখ্যা অনেক বেড়েছে।

অনুষ্ঠানে বরেন্দ্র সরকারে কলেজের অধ্যক্ষ শামসুজ্জোহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শাহমখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাত আলী শাহু, শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান।

 

স/আ