মঙ্গলবার , ১৭ মে ২০২২ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাটোরে ২,৮৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক এক

নিউজ ডেস্ক
মে ১৭, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

নাটোরে ২,৮৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল ৮টায়  নাটোর জেলার গুরুদাসপুর থানার কাছিকাটা (আত্রাই) টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৫।

আটক মো. সাদ্দাম (২৮) নাটোরের ঘোড়াগাছা আমহাটির এলাকার মো. অহেদ আলী ও মোছা. সুফিয়া বেগমের ছেলে। র‌্যাব-৫ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ একটি দল ১৭ মে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার গুরুদাসপুর থানার কাছিকাটা (আত্রাই) টোলপ্লাজা এলাকায় চেক পোষ্ট করে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এতে ২৮৮০ পিস ইয়াবাসহ সাদ্দাম নামের একজনকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জব্দকৃত ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম হতে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ গোপনে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয় ও বিক্রয় করে আসছে। এ ঘটনায় নাটোর জেলার গুরুদাসপুর থানায় মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জানানো হয়েছে।

জি/আর

সর্বশেষ - রাজশাহীর খবর