বাঘায় বিজিবির পোশাক পরে রশিদ বাহিনীর এলোপাতাড়ি গুলিতে নিহত এক

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বাঘার পদ্মা চরের চৌমাদিয়া গ্রামে রশিদ বাহিনীর গুলিতে ইব্রাহিম নামের একজন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ইব্রাহিমের লাশ উদ্ধার করে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বাঘার চুমা দিয়া বাজারে লোকজন চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল।সে সময় ফেন্সিডিল ব্যবসায়ী ও রশিদ বাহিনীর প্রধান আব্দুর রশিদ এবং জিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল বিজিবির পোশাক পরে অস্ত্রশস্ত্র নিয়ে ওই দোকানে হামলা চালায়। এক পর্যায়ে তারা ইব্রাহিম কে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এছাড়াও একজনকে অপহরণ করে নিয়ে চলে যাই। নিহত ইব্রাহিম স্থানীয় ইউপি সদস্য আবদুর রহমানের কর্মী। আব্দুর রহমান সহ স্থানীয় লোকজন জিয়া বাহিনীর মাদক ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে।’
স/রি