নাটোরে সড়ক দুর্ঘটনায় আহত বন বিড়াল অবমুক্ত

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
পরিবেশ নিরাপদ রাখতে নাটোরের সিংড়ায় অর্ধশত ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন এবং মুক্ত আলোচনা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার(০৫ জুন) সকাল সাড়ে ১১টায় চলনবিল গেট এলাকায় স্থানীয় একটি পাখি কলোনীতে এই কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

মুক্ত আলোচনায় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। পরে সড়ক দুর্ঘটনায় আহত বন বিড়াল কে চিকিৎসা সেবা দিয়ে অবমুক্ত করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন আল আজাদ ছানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. জান্নাতুল ফেরদৌস, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বিবিসিএফ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন প্রমুখ।

স/জে