শনিবার , ৭ এপ্রিল ২০১৮ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাটোরে প্রশাসানের হস্তক্ষেপে অবৈধ পুকুর খনন বন্ধ

Paris
এপ্রিল ৭, ২০১৮ ৬:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে অবৈধ পুকুর খনন। এসময় ভেঙ্গে দেওয়া হয়েছে পুকুর খননের ভেকু মেশিন।
শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম ভুঁইয়া অভিযান চালিয়ে অবৈধ পুকুর খনন বন্ধ করে দেন।

সহকারী কমিশনার (ভূমি) শামীম ভুঁইয়া জানান, সদর উপজেলার হালসা ইউনিয়নের হালসা পানমোকাম বটতলা গোকুল নগর মাঠে স্থানীয় সেরু প্রামানিকের ছেলে আব্দুস সাত্তার পনের বিঘার ধানি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুকুর খননের সাথে জড়িতরা ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পুকুর খনন কাজে ব্যবহৃত ভেকু মেশিন ভেঙ্গে দেওয়া হয়।

শামীম ভুঁইয়া আরো জানান, স্থানীয় প্রশাসনের কোন রকম অনুমতি ছাড়াই ধানি জমিতে পুকুর খনন করা হচ্ছিল। এছাড়া নারদ নদীতে বাধ দিয়ে পানি প্রবাহের বাধা সৃষ্টি করে খনন করা পুকরের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। পুকুর খননের মালিককে অনুসন্ধান করে নদীর বাধ অপসারন এবং অবৈধ ভাবে পুকুর খনন করার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর