মঙ্গলবার , ১০ এপ্রিল ২০১৮ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাটোরের হাসপাতাল বন্ধের দাবিতে ঝাঁড়ু নিয়ে মানববন্ধন

Paris
এপ্রিল ১০, ২০১৮ ১:৫৪ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:
নাটোরের বেসরকারী আল সান হাসপাতাল বন্ধ এবং পরিচালকের শ্বাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসীরা। মঙ্গলবার দুপুরে শহরের বড় হরিশপুর এলাকারবাসীর আয়োজনে আল সান হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় হাতে ঝাড়ু নিয়ে মানববন্ধনে অংশ নেয় এলাকাবাসীরা। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, বড়হরিশপুর বাজার দোকান মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক আল আমিন, নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, আল সান হাসপাতালের মালিক ও পরিচালক শফিউল আলম বাবলু ক্লিনিকের আড়ালে জোর পূর্বক নার্সদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে ধর্ষন করে। তার এই অনৈতিক কাজের প্রতিবাদ জানিয়ে হাসপাতাল বন্ধ এবং পরিচালক বাবলুর দৃষ্টান্ত মুলব শ্বাস্তির দাবী জানানো হয়।

নিজ হাসপাতালের নার্সকে ধর্ষনের দায়ে গত ৭এপ্রিল আল সান হাসপাতালের পরিচালক ও মালিক শফিউল আলম বাবলুকে গ্রেফতার করে পুলিশ। পরে দু’জনের নামে মামলা দায়ের করে ভুক্তভোগি নার্স। বর্তমানে জেল হাজতে রয়েছে হাসপাতালটির পরিচালক ও মালিক বাবলু।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর