নাটোরের রাজ মিস্ত্রির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের গুরুদাসপুর থেকে আবুল কাশেম সরকার (৬২) নামে এক রাজ মিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । আজ সোমবার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ভেন্নাবাড়িয়া গ্রামের রাস্তার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মৃতদেহেরে শরীরের আঘাতের চিহ্ণ রয়েছে। নিহত আবুল কাশেম সরকার নারায়নপুর গ্রামের গোলক সরকারের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস ও নিহতের পরিবার জানান,গতকাল রবিবার সকালে কাজে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়। পরে রাতে আর সে ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি।

সকালে ভেন্নাবাড়িয়া গ্রামের লোকজন রাস্তার পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যায়। পরে নিহতের পরিবারের সদস্যরা মৃতদেহটি দেখে সনাক্ত করে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে কেউ মারধর করে মেরে ফেলেছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

স/আ