নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের শিব শিলায় গঙ্গাজল অর্পন

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
প্রতি বছরের ন্যায় এবারও নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের শিব শিলায় গঙ্গাজল অর্পন সম্পন্ন হয়েছে। সোমবার ভোর থেকেই জেলা ও জেলার বাইরের অসংখ্য ভক্ত পূণ্যার্থীরা নগ্ন পায়ে দলে দলে বাদ্য যন্ত্র বাজিয়ে নাটোর রাজবাড়ির তারেকশ্বর শিব মন্দিরের পুকুরে স্নান করে।

স্নান শেষে কাঁধে করে গঙ্গা জল নিয়ে বম বম তারক বম ধ্বনি দিয়ে শিব মন্দিরে গিয়ে ৭বার মন্দির প্রদক্ষিণ করে শিব শিলায় গঙ্গাজল অর্পন করেন। শ্রাবণ মাসের শেষ সপ্তাহে শুক্লপক্ষের মধুশ্রবা তৃতীয় তিথিতে এ পুণ্য নগ্নপদযাত্রা ও গঙ্গাজল অর্পন করা হয়।

পরে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে গঙ্গাজল অর্পনের আনুষ্ঠানিকতা শেষ হয়। শিব শিলায় গঙ্গাজল অর্পন উপলক্ষে পুরো মন্দির এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। হিন্দু সম্প্রদায়ের ভক্তদের জন্য অর্ধবঙ্গেশ্বরী রাণী ভবানী কন্যা তারা সুন্দরী দেবী এই শিবশিলা মন্দিরটি স্থাপন করেন।

 

স/আ