নাইট অধিনায়ক মরগ্যানকে একহাত নিলেন কুলদীপ

আইপিএলের স্থগিত আসর শুরুর এক সপ্তাহ আগে কলকাতা নাইট রাইডার্স শিবিরে ‘গৃহযুদ্ধের’ ইঙ্গিত পাওয়া গেল। দলটির স্পিনার কুলদীপ যাদবকে চলতি আইপিএলে কোনো ম্যাচ খেলানো হয়নি। গত বছর মাত্র ৫ ম্যাচে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতেও তিনি ব্যর্থ হন। দল বাছাইয়ে অধিনায়ক এইউন মরগ্যানের আস্থা পেয়েছেন সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। অবহেলিত হতে হতে ভারতের এই চায়নাম্যান স্পিনার এখন চরম হতাশ।

আকাশ চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কুলদীপ বলেছেন, ‘যদি একজন কোচের অধীনে দীর্ঘদিন থাকা যায়, তাহলে তিনি নিশ্চয় আমাকে ভালোভাবে বুঝতে পারবেন। তবে মতের আদান-প্রদান দুর্বল হলেই সমস্যা। আমি বুঝতেই পারি না, আমি খেলব কি-না অথবা আমার কাছ থেকে দলের প্রত্যাশা ঠিক কী! কখনও কখনও আমার মনে হয় আমিও দলে সুযোগ পেতে পারতাম, দলকে ম্যাচ জেতাতে পারতাম। তবে আমি জানি না কেন আমাকে রাখা হচ্ছে না।’

নাইট রাইডার্স অধিনায়ক মরগ্যানের সমালোচনা করে কুলদীপ বলেছেন, ‘জানি না মরগ্যান আমাকে কোন চোখে দেখে! এমন অবস্থায় কমিউনিকেশন গ্যাপ অনেক বেড়ে যায়। ভারতীয় অধিনায়ক হলে আমরা সরাসরি গিয়ে বাদ পড়ার কারণ জিজ্ঞাসা করতে পারতাম। যেমন রোহিত শর্মা অধিনায়ক হলে সহজভাবে কীভাবে খেলার উন্নতি ঘটানো যায়, দলে আমার ভূমিকা কী সব বলে দেয়। তা ছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অধিনায়ক আমার কাছ থেকে ঠিক কী চাইছে, সেটাও জানা যায়।’

কুলদীপের অভিযোগ, দলে তাকে যেন পাত্তাই দেওয়া হয় না! কোচ, অধিনায়ক, টিম ম্যানেজম্যান্ট কেউ না! তিনি আরx বলেন, ‘মনে আছে, আইপিএল শুরুর আগে আমি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে আমাকে কেউ বোঝানোরও প্রয়োজন মনে করেনি। আমি তাজ্জব হয়ে গেছি। আমার মনে হয়েছে আমার স্কিলের ওপরে তাদের কোনো ভরসা নেই। অবশ্য দলের কাছে যখন একাধিক অপশন থাকে, তখন এমন হতেই পারে। নাইট রাইডার্সে তো এখন অনেক স্পিনার।’

 

সূত্রঃ কালের কণ্ঠ