সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০১৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু

Paris
সেপ্টেম্বর ২৬, ২০১৬ ১১:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় ইয়াসিন আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

তিনি মহানগরীর হেতেম খাঁ কারিগরপাড়ার মৃত মোরশেদ খানের ছেলে।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ইয়াসিন আলী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এক পর্যায়ে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশা পেছন থেকে তাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে ঘটনার পরে অটোরিকশা নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হবে। এছাড়া এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা হবে বলেও জানান ওসি।

স/আ

 

সর্বশেষ - রাজশাহীর খবর