নওগাঁয় বই উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে। জেলা শহরের চকএনায়েত মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে এবং জিলা স্কুল, সরকারী কে ডি উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের বই বিতরণের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
বুধবার বেলা সাড়ে সাড়ে ১১টায় চক এনায়েত মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।
এ সময় জেলা শিক্ষা অফিসার মোঃ মোবারুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা শিক্ষা অফিসার নায়ার সুলতানা, চকএনায়েত মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু মোঃ বখতিয়ার ইনাম ববিনসহ প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বেলা সাড়ে ১২টায় জিলা স্কুলে বই বিতরণের মধ্যে দিয়ে মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ সরদার। এ সময় জেলা শিক্ষা অফিসার মো. মোবারুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ এর পর পর্যায়ক্রমে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং কে ডি সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে রতুন বই বিতরণকার্যক্রমের উদ্বোধন করেন।
এর আগে সকাল ৯টায় সীমান্ত পাবিলক স্কুলে নতুন বই বিতরন করেন নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক দেওয়ান গোলাম রসুল সাকলায়েন। এ স্কুলের দেড় হাজার শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।
উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পর্যায়ে ২ লাখ ৭০ হাজার ৮৯৩ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ লাখ ৭৭ হাজার ৭৯৮টি বই এবং প্রাথমিক পর্যায়ে ২ লাখ ৮০ হাজার ৬০০ শিক্ষার্থীর মধ্যে ১৩ লাখ ৩০ হাজার ২৬৫টি বই বিতরণ করা হচ্ছে।
স/শা