বাঘায় নতুন বই পেল ৪০ হাজার শিক্ষার্থী

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় প্রাথমিক ও মাধ্যমিকের ১৬৭টি বিদ্যালয়ের ৪০ হাজার ৭৯০ জন শিক্ষার্থীর মাঝে পৃথকভাবে নতুন বই বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন।

উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ ভোকেশনাল বিদ্যালয়, ৯টি দাখিল মাদ্রাসাসহ মোট ৬৫টি প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেনি পর্যন্ত ১৮ হাজার ৭৯০ জন শিক্ষার্থীর মাঝে ৮৩ হাজার ২৯০ হাজার নতুন বই এক সাথে পৃথকভাবে বিতরণ করা হয়েছে।

অপরদিকে ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২২টি কেজি স্কুল, ব্র্যাক স্কুল ৮টিসহ মোট ১০২ শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত প্রায় সাড়ে ২২ হাজার শিক্ষার্থীর মাঝে ৯৮ হাজার ৭০০ পিচ নতুন বই বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা শাহিন রেজা আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন। আড়ানী মনোমোহীনি সরকারি উচ্চ বিদ্যালয়য়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস। সহকারি শিক্ষক কামরুল হাসান জুয়েলের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষকা কর্মকর্তা আরিফুর রহমান, সহকারি প্রধান শিক্ষক আকবর হোসেন, সহকারি শিক্ষক আবদুল হান্নান প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, শিক্ষার্থীদেরকে যেন সঠিক সময়ে বই হাতে তুলে দেয়া হয়, সেই ভাবে বিদ্যালয়ে বিদ্যালয়ে বই পৌঁছানো হয়েছিল। সেভাবেই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে।

 

স/শা