ধামইরহাটে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় এর সভাপতিত্বে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর সহযোগিতায় অনুষ্ঠিত এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী।

সভায় বাল্যবিয়ে প্রতিরোধ ও বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা করেন- সহকারি কমিশনার (ভূমি) মো.সিব্বির আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী,ব্র্যাকের নওগাঁর ডেপুটি ম্যানেজার শরিফুল আলম,ব্র্যাকের অফিসার (সেল্প) মোসা.পিয়ারা খাতুন,ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম,ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক আনিছুর রহমান প্রমুখ।

এএইচ/এস