ধামইরহাটে তরুণদের রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে তরুণদের উদ্যোগে মাসব্যাপী রোজাদারকে ইফতার করানো হচ্ছে। প্রতিদিন ইফতারের সময় রোজাদাররা নির্দিষ্ট স্থানে এসে ইফতার করে। উপজেলার মইশড় গ্রামের ১৬ জন তরুণ সমাজসেবক ও মইশড় সততা আরাম কুঞ্জ (গোল চত্ত্বর)-এর উদ্যোগে এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় সততা আরাম কুঞ্জ (গোল চত্ত্বর)-এর ১৬ জন তরুণের আয়োজনে রোজার প্রথম দিন থেকে মাসব্যাপী এলাকায় রোজাদারকে পর্যায়ক্রমে ইফতার করার ব্যবস্থা গ্রহণ করা হয়।

আয়োজকদের অন্যতম সদস্য কে.এস.এম মুসা বলেন, মইশড় সততা আরাম কুঞ্জ-এর ১৬ জন সদস্যের ব্যক্তিগত উদ্যোগে মাসব্যাপী রোজাদারকে ইফতার করানো হচ্ছে। ধামইরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৩০-৩৫ জন রোজাদার ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। তবে একই রোজাদারদের প্রতিদিন ইফতারে অংশগ্রহণের সুযোগ নেই। প্রত্যেকদিন যাদেরকে ইফতার করানো হবে তাদেরকে জানানো হয়। পর্যায়ক্রমে ওয়ার্ডের সকল রোজাদারকে ইফতার করানো হবে। ইফতারে পোলাও, বুট, বুদিয়া, বেগুনীসহ বিভিন্ন ধরণের ফলমূল দেয়া হয়। রোজাদারদের ইফতার করাতে পেরে আমরা ধন্য।

গত শুক্রবার ইফতারে অংশ নেয় উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম, বনবিট কর্মকর্তা আনিছুর রহমান, সহকারি উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোফাজ্জল হক সরকার মুখ।

ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম বলেন, তরুণদের এ উদ্যোগে এলাকাবাসীর গর্ব করার বিষয়। প্রতিটি গ্রামে এ রকম উদ্যোগ গ্রহণ করা হলে মানুষের মাঝে সেতু বন্ধন বেড়ে যাবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম বলেন, সবাইকে নিয়ে এক সাথে ইফতার করানোর মধ্যে অনেক ফজিলত। মাসব্যাপী এক সঙ্গে এতগুলো মানুষকে ইফতার করানো এটি একটি মহৎ কাজ।

এব্যাপারে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী বলেন, রোজাদারকে ইফতার করানো মানে আল্লাহকে সন্তুষ্ট করা। নিঃসন্দেহে এটি একটি মহৎ কাজ। এ মহৎ কাজে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।

জি/আর