ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১০০ কৃষাণীর মাঝে নগদ অর্থ বিতরণ


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ১০০ জন অসহায় দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কৃষাণীর মাঝে সজনে চাষের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধামইরহাট সরকারি এম এম কলেজে মাঠে পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো) নওগাঁর আয়োজনে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো.আসাদুজ্জামান আসাদ। এ সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মইনুল হক, হেক্স ইপার, সুইজারল্যান্ড প্রজেক্ট ম্যানেজার আফম রুকুনুল ইসলাম, রিভাইভ ধামইরহাট উপজেলা অফিসার জয়ন্তী রাণী, সংস্থার সিডিও রাসেল হোসেন, ফজলে রাব্বী, সুমাইয়া আকতার, এনামুল হক, অমিত কুমার মুহুরী প্রমুখ।

ধামইরহাট পৌরসভা, আড়ানগর ও ধামইরহাট ইউনিয়নের একশত জন কৃষাণী প্রত্যেক সজনে চাষাবাদের ব্যয় মেটানোর জন্য এক হাজার টাকা করে প্রদান করা হয়। রেজিলিয়েন্স টু ইকোনমিক ভলাটিলিটি অফ ইনডিজিনাস এন্ড ভারনারবল পপুলেশন থ্রো ইমপাওয়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের উন্নত ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তিতে চাষাবাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এস/আই