ধামইরহাটে আন্ত: জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে আন্তঃজেলা ব্যাডমিন্টন ও লন টেনিস টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের পৃষ্টপোষকতায় উপজেলা প্রশাসন চত্ত্বরে অবস্থিত শেখ কামাল টেনিস কমপ্লেক্সে ও অস্থায়ী ব্যাডমিন্টন ক্যাম্পাসে ফাইনাল খেলার উদ্বোধন করেন মো.শহীদুজ্জামান সরকার এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আজাহার আলী,উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল এটিএম মাইনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল আফতাব উদ্দিন,সহকারি কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী,পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন কবির,ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী,বনবিট কর্মকর্তা আনিছুর রহমান,বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল মালেক,হানজালা,আবু সাঈদ প্রমুখ।

অনুর্ধ ১৩-৪৫ বছর পর্যন্ত ৫টি ক্যাটাগরিতে ৩২টি দলকে নিয়ে ব্যাডমিন্টর খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা দল জয়পুরহাট জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে। উত্তরবঙ্গের দিনাজপুর জেলার পার্ব্বতীপুর উপজেলার সন্তান দুই বাংলার জনপ্রিয় ধারা ভাষ্যকার খোরশেদ রায়হান তার সাবলিল ধারা বিবরণী দিয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন।

উল্লেখ্য, ব্যাডমিন্টন খেলার সমাপনী হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে লন টেনিস খেলায় বিভাগের বিভিন্ন জেলার জাতীয় খেলোয়ারগণ তাদের খেলা চালিয়ে যাবেন।