রাজশাহীতে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার এক মাস পরে করোনায় আক্রান্ত শিক্ষক

নিজস্ব প্রতিবেদক:
দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার এক মাস সাত দিন পরে করোনা আক্রান্ত হয়েছেন রাজশাহীর এক কলেজ শিক্ষক। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার দীর্ঘদিন পরে রাজশাহীতে এটিই করোনা আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা বলে জানিয়েছে রাজশাহীর স্বাস্থ্য বিভাগ।

করোনা আক্রান্ত হওয়া ওই শিক্ষকের নাম তানভির হক। তিনি রাজশাহীর সরকারি নিউ গর্ভমেন্ট কলেজের শিক্ষক। সর্বশেষ গত ১১ এপ্রিল তিনি দ্বিতীয় ডোজ করোনার টিকা গ্রহণ করেন। এরপর গত ১৭ মে তিনি করোনায় আক্রান্ত হন। এর আগে গত ১১ ফেব্রুয়ারি তিনি করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষক তানভির হক সিল্কসি টিনিউজ বলেন, ‘১৭ এপ্রিল আমার শরীরে প্রচণ্ড আকারে জ্বর শুরু হয়। এর পর গলা ব্যাথাসহ করোনার আনুসঙ্গিক লক্ষণ দেখা দিতে শুরু করে। পরবর্তিতে চিকিৎসকের পরামর্শে বাড়িতেই চিকিৎসা নিতে থাকি। শেষে গত ১৯ মে নমূনা পরীক্ষা শেষে আমার করোনা ধরা পড়ে।’

শিক্ষক তানভির হক আরও বলেন, ‘টিকা নিলেও করোনা হতে পারে-এটি সাধারণ মানুষকে জানানোর উদ্দেশ্যেই আমি বিষয়টি ফেসবুকেও শেয়ার করি। তবে আমি এখন অনেকটা সুস্থ আছি। টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নাই, তার জ্বলন্ত উদাহরণ আমি নিজেই।’

এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজশাহীর সিভিল সার্জন কাইয়ুম তালুকদার বলেন, ‘দ্বিতীয় ডোজ টিকা নিলেও করোনা আক্রান্ত হতে পারে। তাই সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তবে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের এতোদিন করোনা আক্রান্তের খবর এটিই প্রথম পেলাম। আমরা ওই রোগীর খোঁজ-খবর রাখছি। তাকে যথাযথ পরামর্শ দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগের কিছু নাই।’

স/অ