বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০১৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জেএসসিতে দেশ সেরা রাজশাহী

Paris
ডিসেম্বর ২৯, ২০১৬ ১:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: 

জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি পরীক্ষায় পাশের হারে দেশসেরা রাজশাহী শিক্ষাবোর্ড। এ বছর পাশের হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৪৭১জন। গত বছর পাশের হার ছিল ৯৭ দশমিক ৪৭ শতাংশ।

 

আজ দুপুর সাড়ে ১২টায় রাজশাহী শিক্ষাবোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুণ কুমার সরকার।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ২ লাখ ২৬ হাজার ৮৯২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২ লাখ ২১ হাজার ৬১৭জন। পাশের হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ। পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। মেয়েদের পাশের হার ৯৭ দশমিক ৯২ শতাংশ। আর ছেলের পাশের হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ।

রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ৯৮ দশমিক ২১ শতাংশ পাশ হার নিয়ে প্রথম অবস্থানে পাবনা জেলা। এ বিভাগের সবচেয়ে কম পাশের হার চাপাইনবাবগঞ্জের ৯৫ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ-৫ এ এগিয়ে বগুড়া জেলা।

 

তিনি আরও বলেন, বোর্ডের নিয়মিত মনিটরিং, শিক্ষক-অভিভাবকদের প্রচেষ্টা ও শিক্ষার্থীদের পরিশ্রমের ফলে এ ফলাফল অজর্ন হয়েছে। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে।

 

এদিকে ফলাফল হাতে পাওয়ার পর স্কুলগুলোতে আনন্দ-উচ্ছ্বাতে মেতে উঠে শিক্ষার্থীরা। কাঙ্খিত ফল পেয়ে তারা অনেক খুশি।

স/মি

সর্বশেষ - রাজশাহীর খবর