দেশে অ্যামাজনের ওয়েব সার্ভিস দেবে ইনটেক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশে অ্যামাজনের ওয়েব সার্ভিস দেবে পুঁজিবাজারের তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেক লিমিটেড।

এমন সার্ভিস দিতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ভারতের মিনফি টেকনোলজি প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তিও করেছে। ‘এক্সক্লুসিভ কমার্শিয়াল এগ্রিমেন্ট’ নামের ওই চুক্তির ফলে ইনটেক দেশে অ্যামাজনের সার্ভিস দেবার বৈধ্যতাও পেল বলে জানা যাচ্ছে।

আরেকটি চুক্তিতে অ্যামাজনের ওয়েব সার্ভিস ছাড়াও যুক্তরাষ্ট্রের রেনিয়াল সিস্টেমস ইনকর্পোরেশনের সঙ্গে ইনটেক লিমিটেডের আরও একটি বাণিজ্যিক চুক্তি করেছে। ওই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির সঙ্গে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করবে ইনটেক।

ইনটেক দেশে যেসব সার্ভিস দেবে সেগুলোর মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি ও এ সম্পর্কিত সেবা চালু করা, কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়্যার, ইন্টারনেট অব থিংস (আইওটি), ম্যানেজড সার্ভিস, ইআরপি, ইন্টিলিজেন্ট এনার্জি ম্যানেজমেন্ট, কৌশলগত পরামর্শ সেবা, কো-ইনোভেশন, ভার্টিক্যাল অ্যাপ্লিকেশনের মতো সেবা দেবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।