হাইটেক পার্কে বিনিয়োগ করতে আগ্রহী জাপান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের হাইটেক পার্কে বিনিয়োগ করতে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। ইতোমধ্যেই জাপান-বাংলাদেশের যৌথ মালিকানাধীন কোম্পানি বিজেআইটি কাজ শুরু করেছে।

বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করায় দুই দেশের একত্রে কাজ করার সুযোগ আরো প্রসারিত হয়েছে বলে জানান জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ।

জাপানি প্রতিনিধিরা বাংলাদেশ থেকে দক্ষ আইটি কর্মী নেয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় তিনি ‘জাপান-বাংলাদেশ আইসিটি ডেভেলপমেন্ট সেন্টার’ চালু করার প্রস্তাব দেন। জাপানি কোম্পানিগুলো বাংলাদেশের আইসিটি সেক্টরে কাজ করতে চাইলে প্রয়োজনে হাইটেক পার্কগুলোতে আলাদা জাপানিজ জোন করা যেতে পারে বলে মত দেন তিনি।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম বলেন, দেশে এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। জাপানি কোম্পানিগুলো এই সুযোগ কাজে লাগাতে পারে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ড.খন্দকার আজিজুল ইসলাম বলেন, দুই দেশের আলোচনা ও সহযোগীতার ধারা অব্যাহত রাখতে ফোকাল পয়েন্ট থাকা জরুরি, যারা উভয় পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করবে।

সভায় বিজেআইটি ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।