টুইটারের লাইভ স্ট্রিমিং এখন টাইমলাইনের ওপরে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লাইভ স্ট্রিমিং দেখা ও শেয়ার করা আরও সহজ করতে টাইমলাইনের ওপরে রাখার ব্যবস্থা করেছে টুইটার।

মাইক্রো ব্লগিং সাইটটি এক টুইট বার্তায় জানায়, আমরা চেষ্টা করেছি লাইভ স্ট্রিমিংকে আরও সহজ করতে। তাই আপনার অনুসরণ করা অ্যাকাউন্ট থেকে যখনই কেউ লাইভে আসবে তখন সেটা টাইমলাইনের ওপরের ডান দিকে দেখাবে।

নতুন ফিচারটিরে আরও যুক্ত করা হয়েছে, ব্রেকিং নিউজ, ব্যক্তিত্ব ও খেলাধুলার বিষয়গুলো।

ব্রেকিং নিউজ পাওয়া, প্রিয় ব্যক্তিত্ব এবং খেলাধুলার মুহূর্তগুরো কেউ এড়িয়ে যেতে চান না। তাই ফিচারটি এখন আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় সংস্করণে ছাড়া হয়েছে বলে টুইটে জানানো হয়েছে।

টেকক্র্যাঞ্চ যে রিপোর্ট করেছে তাতে বলা হচ্ছে, নতুন আপডেটে লাইভ স্ট্রিমিংয়ে পরিবর্তন আনার পাশাপাশি ‘অডিও-অনলি’ লাইভ ব্রডকাস্ট ফিচারও চালু করা হয়েছে। পেরিস্কোপেও তা ব্যবহার করা যাবে বলেও জানা যাচ্ছে।

গত মাসেই আইওএস ৯ বা তার আগের সংস্করণগুলোর জন্য টুইটার অ্যাপ বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে অডিও অনলি ফিচারটির জন্য ব্যবহারকারীদের তাদের অ্যাপ আপডেট করে নিতে হবে। তারপরও তারা সেটি করতে পারবেন।