দেরিতে আসছে আইফোন ১০আর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন তিনটি আইফোনের মধ্যে সবচেয়ে কমদামী সংস্করণ আইফোন ১০আর বাজারে আসবে অক্টোবরের শেষ দিকে।

উন্মোচনের আগেই জানা গিয়েছিলো, সীমিতভাবে বাজারে আসতে যাচ্ছে আইফোন ১০আর। এবার জানা গেলো ফোনটি দেরিতে আসার কারণ। সফটওয়্যারজনিত সমস্যার কারণে এখনই ফোনটি বাজারে আসছে না।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে এলসিডি ডিসপ্লে। ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট অব রিসার্চ অন মোবাইল ডিভাইসেস রায়ান রেইথ জানিয়েছেন, এখন পর্যন্ত আমরf জানতে পেরেছি সমস্যাটি সফটওয়্যার কেন্দ্রিক। এলসিডি স্ক্রিনের সঙ্গে অনেকগুলো সফটওয়্যার সংযুক্ত আছে। কারণ একাধারে এতে আছে নচ ও ফুলস্ক্রিন ডিসপ্লে।

অনেকদিন ধরেই অ্যাপল এই ধরণের ডিসপ্লে নিয়ে কাজ করছে। কিন্তু এর আগে উৎপাদিত ডিসপ্লের মান তাদের মনোমতো হয়নি। তাই মান ধরে রাখতে এই ডিসপ্লের সরবরাহকারী প্রতিষ্ঠান জাপান ডিসপ্লে কম হারে এলসিডি ডিসপ্লেটি তৈরি করছে।

আইফোন ১০আর ফোনটি ৬৪, ১২৮ ও ২৫৬ ইন্টারনাল সংস্করণে পাওয়া যাবে। সাদা, লাল, নীল, হলুদ ও কালো রঙে এটি বাজারে ছাড়া হবে। দাম শুরু হবে ৭৪৯ মার্কিন ডলার থেকে। প্রি-অর্ডার শুরু হবে ১৯ অক্টোবরে, বিক্রি শুরু হবে ২৬ অক্টোবর থেকে। ফোনটি একসঙ্গে ৫০টি দেশে বিক্রি শুরু হবে।

গ্যাজেটস ৩৬০ ডিগ্রি অবলম্বনে