দু’দিনের মধ্যে বেতন ও উৎসবভাতা পরিশোধের আহ্বান আরইউজে’র

নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবারের মধ্যে গণমাধ্যমে কর্মরত সব সাংবাদিক-কর্মচারীদের বেতন ও উৎসবভাতা প্রদানের আহ্বান জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানান তারা।

গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে উৎসবভাতা ও মে মাসের বেতন পরিশোধ করেছে, যাতে করে ঈদুল ফিতর উদ্যাপন উৎসবমুখর হয়। কিন্তু অনেক গণমাধ্যমই এখন পর্যন্ত তাদের কর্মীদের উৎসবভাতা প্রদান করেনি। আরইউজে’র বিবৃতি গণমাধ্যম মালিকদের এ কাজে উৎসাহিত না করলেও বিষয়টি মনে করিয়ে দেয়া যে, এসব কর্মীদের রক্ত ঘামে আপনাদের প্রতিষ্ঠান চলছে। তাদের ও পরিবারের সদস্যদের উৎসবের বিষয়টিও মালিকপক্ষের নজরে থাকা উচিত। যাতে প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।

সংগঠনের পক্ষে বিবৃতি দিয়েছেন সভাপতি কাজী শাহেদ, সহ-সভাপতি শরীফ সুমন, সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহাবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু।

স/শা