‘দুঃখ আমার রয়েই গেল’

সিল্কসিটিনিউজ ডেস্ক: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়ায় তিনি ব্যথিত।

সোমবার রিভিউ খারিজ করে সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রাখার পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার দুর্বলতা ও ব্যর্থতার কারণেই সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা যায়নি।’

তিনি বলেন, ‘সাঈদী ছিল যুদ্ধাপরাধীদের শিরোমনি। সাঈদী দেশ, সভ্যতা ও মানুষের জন্য ক্ষতিকর কিন্তু এমন একজন মানুষের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড না হওয়ায় আমি ব্যক্তিগতভাবে ব্যথিত। সর্বোচ্চ আদালতের রায় মেনেই নিতে হবে। দুঃখ আমার রয়েই গেল।’

প্রসঙ্গত, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আজ রাষ্ট্রপক্ষ ও সাঈদীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে আমৃত্যু কারাদণ্ড বহাল রাখেন।

 

 

সূত্র: রাইজিংবিডি