গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

সিল্কসিটিনিউজ ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলা সদরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বেলা পৌনে ১১টান দিকে বগুড়া থেকে জাহান পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধায় যাচ্ছিল।গাইবান্ধা সদরের দক্ষিণ বাসস্ট্যান্ডসংলগ্ন সরকার তেলের পাম্পের কাছাকাছি পৌঁছলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে বাসটি পড়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আহতাবস্থায় বাসযাত্রীদের উদ্ধার করে।

গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) রেজিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তনয় কুমার জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

সূত্র: রাইজিংবিডি