শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০১৭ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দিনাজপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

Paris
সেপ্টেম্বর ২৩, ২০১৭ ৭:০৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিরলে মারা গেছেন রাজারামপুর গ্রামের মেছের আলী (৩৬), শুকুর উদ্দিন (৪০), কুশু চন্দ্র (১৭), ও বনিতা রায় (৩০) এবং খানসামায় দীনবন্ধু রায় (৪০)।

বিরল থানার ওসি আব্দুল মজিদ বলেন, সকাল তেকে আমন ধান ক্ষেতে কাজ করছিলেন সাত কৃষক। দুপুরে বৃষ্টির সময় তারা পাশের একটি খড়ের ছাউনির নিচে অবস্থান নিয়ে খাওয়া-দাওয়া করছিলেন।

“ওই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে দুই জন এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই জন মারা য়ান।”

বজ্রপাতে খড়ের ছাউনিটি পুড়ে যায় এবং সেখানে থাকা দুটি ছাগলও মারা যায় বলে জানান ওসি।

ওসি আরও জানান, আহতরা হলেন মুক্তি রানী, নলিতা রায় , জোৎস্না রানী, তাইজুল হোসেন,  জিয়া, গলিরাম রায়, সুকুমার রায়। তাদেরকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম জানান, সকালে চকরামপুর গ্রামে বজ্রপাতে গৃহবধূ হালিমা খাতুনের (৩২) মৃত্যু হয়েছে।

ওসি জানান, বৃষ্টির সময় বাড়ির আঙ্গিনায় বের হলে বজ্রপাতে ঘটনাস্থলে হালিমার মৃত্যু হয়।

সূত্র: বিডিনিউজ

সর্বশেষ - জাতীয়