মঙ্গলবার , ১২ জুন ২০১৮ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তিন টন খাবার নিয়ে বিশ্বকাপে মেসিরা

Paris
জুন ১২, ২০১৮ ১২:৪২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রচুর খাবার ও পছন্দের শেফ নিয়ে রাশিয়ায় বিশ্বকাপ খেলতে পৌঁছল মেসিরা৷ জানা গিয়েছে, তিন টন খারাব নেওয়া হয়েছে মেসি-ডিবালাদের জন্য৷ শুধু তাই নয়, পছন্দের শেফ নিয়েও এসেছেন মেসিরা৷ ১৬ জুন মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে আর্জেন্তিনা৷

ভালো খাবারই মাঠে মেসিদের ভালো পারফরম্যান্সের রসদ৷ এমনটাই মনে করে আর্জেন্তাইন থিঙ্কট্যাঙ্ক৷ বিশ্বকাপে অভিযান শুরুর আগে বর্ননিস্টিতে বেস ক্যাম্প করবে আর্জেন্তাইন খেলোয়াড়রা৷ রাশিয়ায় আর্জেন্তিনার অ্যাম্বাসাডর রিকার্ডো লাগোরিও জানান, ‘পছন্দের খাবার নিয়েই রাশিয়ায় খেলতে এসেছে মেসিরা৷ আর্জেন্তিনার ট্র্যাডিশনার খারাব যেমন বিফ, পর্ক-সহ মোট তিন টন খাবার এবং পছন্দের চা নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে মেসিরা৷

মেসিদের চা তৈরির সরঞ্জাম ৷

আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই ঘরোয়া খাবার খেতে পছন্দ করে৷ এর মধ্য রয়েছে বিফ, পর্ক, কনডেনসড মিল্ক এবং মাতে চা বেশিরভাগ খেলোয়াড়ের পথম পছন্দ৷ গ্রুপ ডি-তে আর্জেন্তিনার সঙ্গে রয়েছে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া৷ মেসিরা গ্রুপের তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে মস্কো, নিজনি নভগোরড ও সেন্ট পিটার্সবার্গে৷ দ্বিতীয় ম্যাচ ২১ জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নিজনি নভগোরড স্টেডিয়ামে৷ আর মেসিদের গ্রুপের শেষ ম্যাচ সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়ার সঙ্গে৷

এটাই মেসিদের ব্রেস ক্যাম্প…৷

শুধু আর্জেন্তাইন খেলোয়াড়রাই নয়, গতবারের চ্যাম্পিয়ন জার্মানির ফুটবলরাও পছন্দের খাবার নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে জোয়াকিম লো-এর ছেলেরা৷ জার্মান নিউজপেপার বিল্ডের মতে, ইউপোরিয়ান দেশের সমস্ত রকম ফ্রেস খাবার নিষিদ্ধ রাশিয়ায়৷ তাই জার্মান দলের শেফ ড্রাই ফুড অথবা ফ্রোজেন ফুড নিয়ে এসেছে জার্মান দলের শেফ৷ জার্মানির সঙ্গে গ্রুপ এফ-তে রয়েছে মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া৷ জার্মানির প্রথম ম্যাচ ১৭ জুন মস্কোর লুজনিকি স্টেডিয়ামে৷ প্রতিপক্ষ মেক্সিকো৷

সর্বশেষ - খেলা