তানোরের সেই আলু চাষিদের ক্ষতিপূরণ দেবে কিটনাশক কোম্পানি

নিজস্ব প্রতিবেদক:

তানোরের আলু চাষিদের ক্ষতিপূরণ দেবে কিটনাশক কোম্পানি বায়ার। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে সভায় এমন সিদ্ধান্ত হয়।

সভয় কৃষক প্রতিনিধি, কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো জানান, মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের একটি তালিকা করা হবে। তালিকা অনুযায়ি কৃষকদের সাথে স্ট্যাম্পে চুক্তি হবে। চুক্তি অনুযায়ী কৃষককে আলু চাষের জন্য সব ধরনের কিটনাশক দেবে বায়ার কোম্পানি। জমি থেকে আলু তোলার পরে যদি কৃষক কাঙ্খিত ফলন না পায়, তাহলে টাকা দিয়ে ক্ষতিপূরণ দেবে কোম্পানিটি।

প্রসঙ্গত, গত রোববার তানোরে ছত্রাকনাশক বিষে আলু নষ্টের খবর প্রকাশিত সংবাদপত্রে হয়। এর প্রেক্ষিতে কিটনাশক কোম্পানি বায়ারের প্রতিনিধিরা এসে স্থানীয় কৃষকদের সাথে সমাধানে বসে।

তানোরে বিষে নীল আলু চাষিদের স্বপ্ন: আজ পরিদর্শনে ‘এন্টাকল’ কোম্পানি