তফসিলের পর মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।

এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার রুটিন দায়িত্ব পালন করবে। মন্ত্রিসভা বৈঠকও হবে। তবে সেখানে নীতি-নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, কোনো আইনও পাস হবে না।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আরো জানানো হয়েছে, মন্ত্রিসভা বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম দুপুরে ২টায় ব্রিফিং করবেন।