ঢাকায় করোনা আক্রান্ত যুবকের ময়মনসিংহে মৃত্যু

ঢাকায় করোনা আক্রান্ত যুবক ময়মনসিংহ এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন থেকে মারা গেছেন।

মৃত যুবকের নাম দুলাল মিয়া (৪০) তিনি দেওয়ানগঞ্জের চরভবসুর ঠুটাপাড়ার কবির শেখের ছেলে। দুলাল মিয়া ঢাকার উত্তর বাড্ডার গার্মেন্টে চাকরি করতেন।

সোমবার রাতে জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান জানান, দুলাল মিয়া ঢাকার উত্তর বাড্ডার গার্মেন্টে চাকরি করতেন। গত ১০ এপ্রিল ঢাকা থেকে দেওয়ানগঞ্জের চরভবসুর ঠুটাপাড়া গ্রামের বাড়িতে ফেরেন তিনি।

১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৫ এপ্রিল তার করোনাভাইরাস শনাক্ত হয়। ১৬ এপ্রিল তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল আইসোলেশন ইউনিটে নেয়া হয়।

তার অবস্থার অবনতি হলে ১৭ এপ্রিল তাকে ময়মনসিংহ এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে সোমবার রাত সাড়ে ১১টা দুলালের মৃত্যু হয়।

দুলালের স্ত্রী কহিনুর বেগম জানান, তার স্বামীর জ্বর ছিল। তিনি ১০ তারিখে রাতে গ্রামের বাড়ি দেওয়ানগঞ্জে আসেন। তারা দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ঢাকার উত্তর বাড্ডায় ভাড়া বাসায় থাকতেন।

 

সুত্রঃ যুগান্তর