মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০১৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঢাকায় আসছে হ্যারি পটারের ছায়া!

Paris
নভেম্বর ১৫, ২০১৬ ১১:৫৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

‘হ্যারি পটার’ না ফিরলেও ফিরছেন জে কে রাওলিং। তার উপন্যাস থেকেই সৃষ্টি হয়েছিল সাড়া জাগানো ‘হ্যারি পটার’ সিরিজ। ‘হ্যারি পটার’-এর কাহিনি শেষে আর ফিরবেন না এমন ঘোষণাও দিয়েছিলেন তিনি।

 

তবে ওয়ার্নার ব্রাদার্সের নতুন ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। তার লেখা ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড’ বই অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছে ওয়ার্নার ব্রাদার্স। বইয়ের নামেই রাখা হয়েছে ছবির নাম।

 
১৮ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে এ ছবি। একই দিনে ঢাকাতেও মুক্তি পাবে ছবিটি। বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স।

 
পাশাপাশি মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার ছবি ‘শাট ইন’। ফ্যারেন ব্ল্যাকবার্ন পরিচালিত এ ছবির মূল চরিত্রে আছেন আলোচিত অভিনেত্রী নাওমি ওয়াটস।

 

‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড’-এ থাকছে হ্যারি পটার সিরিজেরই ছায়া! কারণ চিত্রনাট্যকার রাওলিং ছাড়াও পরিচালনা করেছেন ডেভিড ইয়েটস, যিনি এর আগে ‘হ্যারি পটার’ সিরিজের শেষ চারটি ছবি পরিচালনা করেছেন। প্রযোজনায়ও আগের মতোই সঙ্গী হিসেবে আছেন ডেভিড হেম্যান, হ্যারি পটারের সব সিনেমার অর্থায়নে ছিলেন যিনি। আরেকটি উলে­খযোগ্য বিষয় হলো, এ ছবির মাধ্যমে চিত্রনাট্যকার হিসেবে অভিষেক ঘটছে রাওলিংয়ের। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘হ্যারি পটার’ সিরিজের সিকুয়্যেল কিংবা প্রিক্যুয়েল এটি নয়। ‘হ্যারি পটার’-এর গল্পের শুরু যেখানে, তারও ৭০ বছর আগে নিউইয়র্কের প্রেক্ষাপটে এর কাহিনি গড়ে উঠেছে।

 

ছবির প্রধান চরিত্র জাদুকর নিউট স্ক্যামান্ডারের চরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী অভিনেতা এডি রেডমেইন। আর বাড়তি আকর্ষণ হিসেবে থাকছেন আরেক জাদুকরের চরিত্রে রূপদানকারী কলিন ফ্যারেল, যিনি অভিনয় করছেন একজন উচ্চপদস্থ চৌকস অরোরের চরিত্রে।

 
অন্যদিকে, জে কে রাওলিং জানিয়েছেন, ফ্যান্টাস্টিক বিস্টস ফ্র্যাঞ্চাইজির অধীনে পাঁচটি সিনেমার পরিকল্পনা করা হয়েছে। সব চিত্রনাট্যই লিখবেন তিনি।.

শাট ইন ছবির দৃশ্য

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - বিনোদন