ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হাজার ছাড়াল

করোনা মহামারির মধ্যেই ডেঙ্গির উপদ্রব বেড়েছে।গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৪ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ২৪৮ জন এবং ঢাকার বাইরে ১৬ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গিতে আক্রান্ত ও ডেঙ্গির উপসর্গ নিয়ে বর্তমানে এক হাজারের বেশি রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম তিন দিনে ভর্তি রোগীর সংখ্যা ৭৮৮। গত মাসে এ সংখ্যা ছিল ২ হাজার ২৮৬।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছে মোট ১ হাজার ৭২। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ২৫ রোগী এবং অন্যান্য বিভাগীয় হাসপাতালে ৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (ঢাকা শহর বাদে) ৪ জন, ময়মনসিংহে ১, চট্টগ্রামে ৩, খুলনায় ও বরিশালে ৪ জন করে ডেঙ্গু ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এ ছাড়া এ সময়ে রাজধানীতে সবেচেয়ে বেশি রোগী ভর্তি এসএসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ৩৮ জন। এরপর শিশু হাসপাতালে ৯ জন ভর্তি আছে।

 

সূত্রঃ যুগান্তর