লালপুরে এলপি গ্যাস বিক্রয়ের সময় ভাউচার দিতে  হবে

লালপুর (নাটোর) প্রতিনিধি: 
জ্বালানি তরলীকৃত এলপি গ্যাস বিক্রির সময় ক্রেতাকে ভাউচার না দেওয়ায় নাটোরের লালপুরে ব্যবসায়ীদের সতর্ক করলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও প্রতিটি দোকানে পণ্য মূল্য তালিকা টাঙ্গানোর জন্য নির্দেশ দিয়েছেন তারা।  অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার(৩ আগস্ট) উপজেলার বিভিন্ন বাজার তদারকি অভিযান পরিচালনাকালে এই নির্দেশ দেওয়া হয়।
গতকাল ভ্রাম্যমান বাজার তদারকি অভিযান পরিচালনার সময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে লালপুর বাজারের দুটি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়। এরই মধ্যে চাউলের দোকান মেসার্স  মাতৃ ভান্ডারকে ৬ হাজার ও মুদি দোকান মুক্তার স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম জানান, বাজার তাদারকি নিয়মিত চালু থাকবে। গ্যাস ব্যবসায়ীদেরকে বিক্রির সময় ভাউচার দেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
স/রি