‘ডাক’ মারার রেকর্ডে সঙ্গী পেলেন রোহিত

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

রেকর্ড তো সব ক্রিকেটারই গড়তে চায়, কিন্তু মাঝেমধ্যে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা থেকে যায় ‘লজ্জার রেকর্ড’ হিসেবে। গতকাল বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের মনদীপ সিং এমন এক রেকর্ড গড়েছেন, যা হয়তো তিনি কখনো দুঃস্বপ্নেও দেখেননি!

ম্যাচটিতে ভুবনেশ্বর কুমারের করা ইনিংসের প্রথম ওভারের ৫ বল খেলেও তিনি রানের খাতা খুলতে পারেননি। শূন্য রানে আউট হয়ে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার বিব্রতকর রেকর্ড ছুঁয়েছেন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়া ক্রিকেটারদের তালিকায় মানদীপ এখন রোহিতের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে!

রোহিত এবং মানদীপ দুজনেই এখন পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ ১৪ বার করে শূন্য রানে আউট হয়েছেন।

এক্ষেত্রে মনদীপ একযোগে পেছনে ফেলেছেন অজিঙ্কা রাহানে, আম্বাতি রায়ড়ু, দীনেশ কার্তিক, পীযূষ চাওলা, হরভজন সিং ও পার্থিব প্যাটেলকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তারা সকলেই ১৩ বার করে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ