‘আমি ধোনি নই, তবে টি-টোয়েন্টি খেলতে পারি’

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

অনেকের মনে একটা ধারণা আছে যে টি-টোয়েন্টি হলো তরুণদের খেলা। ‘বুড়ো’ ক্রিকেটাররা এই ফরম্যাটে খেলতে পারেন না। সাধারণত নিলামে সব দল তরুণ ক্রিকেটারদের দিকে বিশেষ নজর দেয়। তবে কিছু ক্ষেত্রে এটা সত্যি হয় না।

যেমন বর্তমান আইপিএলে শীর্ষ তিন রান স্কোরার হলেন- জস বাটলার, লোকেশ রাহুল এবং শেখর ধাওয়ান। এই তিনজনের বয়স ৩০-এর ওপরে।

এ ছাড়া চল্লিশোর্ধ্ব বয়সের ক্রিকেটাররাও এবারের আইপিএলে খেলেছেন। উদাহরণ হিসবে বলা যায় মহেন্দ্র সিং ধোনি, প্রবীণ তাম্বে এবং ইমরান তাহিরের নাম। ৩৭ বছর বয়সী ঋদ্ধিমান সাহা বয়সের এই হিসাব মানতে রাজি নন। তিনি ভারতের টেস্ট ক্রিকেটার হিসেবে পরিচিত। সাদা বলে তিনি সেভাবে সুযোগ পাননি। এবারের আইপিএলে গুজরাটের হয়ে ম্যাথু ওয়েড বদলি হিসেবে নেমেই খেলেছেন ৩৮ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস।

তার পরও ঋদ্ধিমানকে নাকি সীমিত ওভারের ক্রিকেটার হিসেবে ধরা হয় না। এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋদ্ধিমান বলেন, ‘আমি জানি না কেন কিছু মানুষ বলে যে আমি রঙিন পোশাকের ক্রিকেটার নই! কিন্তু আমি ক্যারিয়ারের শুরু থেকেই ছোট দৈর্ঘ্যের ক্রিকেট খেলেছি। হতে পারে আমার চেহারা মহেন্দ্র সিং ধোনি, আন্দ্রে রাসেল বা ক্রিস গেইলের মতো নয়; কিন্তু আমার যা ক্ষমতা আছে, তাতে আমি পাওয়ার প্লেতে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারি এবং আমি সেটাই করেছি। ‘

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৮ রানের ইনিংসের প্রসঙ্গ টেনে ঋদ্ধিমান বলেন, ‘এটা কাউকে জবাব দেওয়ার জন্য নয়। আমি শুধু খেলি আমার দলের জন্য। তাই আমরা সেই ম্যাচে প্রায় ২০০ রান করেছি। আমি দলকে ভালোবাসি।  দলের প্রয়োজনে যেটা করার ছিল সেটাই করেছি। কিন্তু আমি কাউকে দেখাতে বা কিছু প্রমাণ করার উদ্দেশ্যে খেলি না। আমি জানি না যে আমার খেলাটা ম্যাচ ঘুরিয়ে দেবে কি না; তবে এটা আমার ক্ষমতাকে প্রভাবিত করে। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ