আর্সেনালে আরো তিন বছর আরতেতা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

ইংলিশ ক্লাব আর্সেনালে আরো তিন বছর থাকছেন মিকেল আরতেতা। ২০২৪-২৫ মৌসুম পর্যন্ত আরতেতার সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছে গানাররা। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। ২০১৯ সালে উনাই এমেরিকে বরখাস্ত করার পর আরতেতার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছিল তাঁরা।

আরতেতার অধীনে পাঁচ মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার স্বপ্ন বুনছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে গানাররা। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে টটেনহ্যাম এবং ৫৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই শেষ চার ম্যাচ জিতলেই আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হবে আর্সেনালের।

চুক্তি বৃদ্ধি করে ৪০ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড বলেন, ‘আমরা ক্লাবকে পরবর্তী যুগে নিয়ে যেতে চাই এবং সেরা দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে চাই। আমাদের এখন লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের জায়গা নিশ্চিত করা। ‘

আরতেতার অধীনে এখন পর্যন্ত ১২৭টি ম্যাচ খেলেছে আর্সেনাল। জিতেছে ৬৯টি, ড্র ২২ এবং হার ৩৬টি। ২০১৯-২০ মৌসুমে আর্সেনালকে এফএ কাপ জিতিয়েছেন তিনি।

 

সূত্রঃ কালের কণ্ঠ