মঙ্গলবার , ৮ নভেম্বর ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জয়ার সুপারিশে ‘পদ্মাবতী’তে অদিতি!

Paris
নভেম্বর ৮, ২০১৬ ৯:৫৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

বলিউড ভিনেত্রী ও অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন দীর্ঘদিন ধরেই অদিতি রাওয়ের ভক্ত। জয়া মনে করেন, অদিতির অভিনয় দক্ষতা ও সামর্থ্য অনেকের চাইতে ভালো।

 

অমিতাভে সঙ্গে ‘ওয়াজির’ এবং তামিল ছবি ‘কাত্রু ভেলিয়াইদাই’ এ অভিনয় করলেও এখনও বলিউডে বড় কোনও সুযোগ পাননি অদিতি। এটা কষ্ট দেয় জয়া বচ্চনকে।

 

বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’তে বেশ শক্তিশালী একটা চরিত্র পেয়েছেন। এতে রণবীর সিংয়ের স্ত্রীর চরিত্রের অভিনয় করবেন অদিতি।ভারতীয় সংবাদমাধ্যমের খবর, জয়া বচ্চনের কলকাঠি নাড়াতে এ চরিত্র পেয়েছেন অদিতি।

 

বলিউড হাঙ্গামাকে একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই জয়া অদিতিকে সম্ভাবনাময় মনে করে আসছেন। অদিতির চোখের গভীরতা অসাধারণ ও চোখই অনেক কিছু বলে দেয়। এটা জয়া তার এক বন্ধুকে বলেছেন। এরপর তিনি ‘পদ্মাবতী’তে অদিতিকে নেওয়ার জন্য সুপারিশ করেন।

 

বানসালি ও ভিয়াকম এইটটিন মোশন পিকচার্সের যৌথ প্রযোজনায় এ ঐতিহাসিক টিভি সিরিজে মেওয়ার রানি ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। শহিদ কাপুর রাজা রতন সিং এবং রণবীর সিং নির্দয় শাসক আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করবেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - বিনোদন