জয়পুরহাটে ৭২ হাজার ১৩৫ হেক্টর জমিতে রোপা আমনের চাষ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটের ফসলের ক্ষেত এখন রোপা আমন ধানের সবুজে সবুজে ভরে উঠেছে। জেলায় এবার রোপা আমন ধানের চাষ হয়েছে ৭২ হাজার ১৩৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ১৮৩ হেক্টর বেশি।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২০১৮-১৯ ফসল উৎপাদন মৌসুমে জেলায় ৭০ হাজার ৯৫২ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। বিপরীতে চাষ হয়েছে ৭২ হাজার ১৩৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ১৮৩ হেক্টর অতিরিক্ত। এতে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সোয়া ২ লাখ মেট্রিক টন। যা জেলার খাদ্য চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য এলাকায় সরবরাহ করা সম্ভব হবে বলে জানায় কৃষি বিভাগ।

কৃষি বিভাগ জানায়, মৌসুমের শুরুতে কাঙ্খিত বৃষ্টিপাত না হওয়ায় আমন ধানের চারা রোপণে কিছুটা সমস্যায় পড়েন কৃষকরা। এ সময় শ্যালো মেশিনের সাহায্যে সেচ দিয়ে চারা লাগানো হয়। পরবর্তীতে বৃষ্টিপাতের ফলে তা সমাধান হয়ে যায়। বর্তমানে জেলায় রোপা আমনের জমিতে পানির তেমন কোন সমস্যা নেই বলে জানান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেরাজুল ইসলাম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায় জানান, রোপা আমন ধানের সবুজে এখন ভরে উঠেছে মাঠ ঘাট। এখন পর্যন্ত রোপা আমনের জমিতে কোন পোকা পাকড় দেখা যায়নি। আবহওয়া ভাল থাকলে বাম্পার ফলনের আশা করছেন স্থানিয় কৃষি বিভাগ। উল্লেখ্য গত ২০১৭-১৮ মৌসুমে জেলায় ৭০ হাজার ৯৭০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছিল। এতে চাল উৎপাদন হয় ২ লাখ ১০ হাজার মেট্রিক টন।