জয়পুরহাটে দুই ফার্মেসীকে লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে জয়পুরহাটে দুইটি প্রতিঠানকে আলাদা ভাবে মোট ১লক্ষ ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের থানার মোড়ে অবস্থিত সালমা ফার্মেসীকে ৭০ হাজার টাকা ও বাটার মোড়ে অবস্থিত বেগম মেডিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।

এসময় উপস্থিত ছিলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক রাজীব দাস, জয়পুরহাট সদর থানার ওসি মোহাঃ শাহরিয়ার খাঁন।

ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেন ও ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক রাজীব দাস জানান, নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ঔষধ আইন ১৯৪০ লঙ্ঘন করায় সালমা ফার্মেসীকে ৭০ হাজার টাকা এবং বেগম মেডিকেলকে ৫০হাজার টাকা করে মোট ১লক্ষ ২০হাজার টাকা জরিমানাসহ প্রায় ১০হাজার টাকার পেনটাডল, টাপেনটা নামক নিষিদ্ধ জাতীয় ঔষধ জব্দ করা হয়।

জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।