জয়পুরহাটে অতিদরিদ্র ও নৃতাত্বিক জনগোষ্টীর অধিকার আদায়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী এবং পামডো কর্তৃক অতিদরিদ্র ও নৃতাত্বিক জনগোষ্টীর অধিকার প্রতিষ্ঠায় দিনাজপুর ও জয়পুরহাটে চার বছর মেয়াদী প্রকল্পের সমাপনী উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন প্রকল্প কর্মকর্তা।

আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেসরকারী উন্নয়ন সংস্থা পামডো’র প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার।

এসময় ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীতে অতিদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিকরণ- ইভিপিআরএ’র প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন প্রকল্প ম্যানেজার ইউসুফ আলী, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, ওয়ার্ল্ড ভিশনের এসিসি শান্তনু কুমার সাহা, পামডো’র পিসি নিয়ামত উল্লাহ শরীফ, এমএনই আতিকুর রহমান, জয়পুরহাট সদর উপজেলা এপেক্স বডির সভাপতি আনোয়ার হোসেন দিপু ও সাংবাদিক শাহিদুল ইসলাম সবুজ।

সংবাদ সম্মেলনে জানানো হয়-ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ইভিপিআরএ প্রকল্পটি ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী ও পামডো সম্মিলিতভাবে জয়পুরহাট সদর, পাঁচবিবি ও দিনাজপুর সদর, ফুলবাড়ি ও বিরামপুর উপজেলায় বাস্তবায়ন শুরু করে ২০১৬ সালের ১ জানুয়ারী, যেটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। স্থানীয় অতিদরিদ্র জনগোষ্টীর সংগঠন ও স্থানীয় কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতকরণের মাধ্যমে অতিদরিদ্র জনগোষ্টীর প্রবেশাধিকার ত্বরান্বিত করাই প্রকল্পটির লক্ষ বলে জানান বক্তারা।

 

স/শা