তানোরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

তানোর প্রতিনিধি:

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐহিত্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা তানোরে অনুষ্ঠিত হলো। বরেন্দ্র অঞ্চলের গেরুয়া প্রান্তরে ধুলিমাখা মাঠে টকবকিয়ে ছুটছিল ঘোড়া চালক, আর হাজার হাজার দর্শকের করতালিতে যেন পুরো মাঠ হয়ে উঠে আনন্দ উৎসবের মিলন মেলা।
রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা জমির মাঠে গ্রামে দুই দিনব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জসহ রাজশাহী জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৬০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর আগে সোমবার দুপুরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। দীর্ঘদিনের বন্ধ হওয়া বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতাটি আবার তানোরের প্রান্তিক মানুষের কাছে নতুন আমেজ ও বিনোদন মেলা হিসেবে তুলে ধরেছেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

মঙ্গলবার শেষ দিনে বিকালে চূড়ান্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়া দৌড় খেলায় তিন ক্যাটাগরিতে নয়টি বিজয়ী ঘোড়ার মালিকদের পুরস্কৃত করা হয়। তিন ক্যাটাগরিতে নয় জনকে ৯টি ছাগল পুরস্কার দেয়া হয়।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজসেবক আবুল কাশেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, এমপি ওমর ফারুক চৌধুরীর সহধর্মীনি পারুল চৌধুরী, রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতা সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কাকনহাট পৌর মেয়র আব্দুল মজিদ মাস্টার, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মর্জিনা পারভীন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর থানা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাবেমুন নবী বাবু চৌধুরী, কলমা ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম প্রমুখ।

স/শা