রবিবার , ১৫ নভেম্বর ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জেমি ডে করোনায় আক্রান্ত

Paris
নভেম্বর ১৫, ২০২০ ১১:৩৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেপালের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। গত মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়ে দেশকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন ফুটবলাররা। দল জেতায় উৎফুল্ল ছিলেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে’ও। দ্বিতীয় ম্যাচ জেতার ব্যাপারেও আশাবাদী ছিলেন তিনি, তবে তার আগে আক্রান্ত হলেন করোনাভাইরাসে।

আজ রোববার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জেমি ডে। তবে আরেকবার পরীক্ষা করে পুরোপুরি নিশ্চিত হতে চান তিনি। জেমি ডে বলেন, ‘আমি মনে করেছিলাম আমার ঠান্ডা লেগেছে। কিন্তু পরীক্ষা করে দেখা গেল করোনা পজিটিভ। আমার মনে হয় আরেকটি পরীক্ষা করাতে হবে।’

বাংলাদেশ-নেপাল সিরিজে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা, বাফুফে সদস্য আমের খানও বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জেমির করোনাভাইরাসে আক্রান্ত হওয়া আমাদের জন্য দুঃখজনক বিষয়। তার দ্রুত সুস্থতার জন্য এরই মধ্যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।’

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এখন ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে জেমি ডে’কে। তার বদলে আগামী মঙ্গলবারের ম্যাচটিতে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস।

 

সূত্র: আমাদেরসময়

সর্বশেষ - খেলা